আমি সিঙ্গাপুর থেকে বলছি
আমি সিঙ্গাপুর থেকে বলছি
আমি সিঙ্গাপুর থেকে বলছি
আমি বলছি সেই সিঙ্গাপুর থেকে
যেখানে নেই কোন উন্নতি
আমি সিঙ্গাপুর নামক তিন লক্ষাধিক মানুষের বসতি থেকে বলছি
আমি পাহাড়ি দ্বীপ মহেশখালীর জেলেদের একজন
~ আবু তাহের
আমি সিঙ্গাপুর থেকে বলছি
ইহা নয় কোন মহাদেশ
নয় কোন দেশ
নেতাদের নেতৃত্বে
যশ জমেছে বেশ।
আমি বলছি সেই সিঙ্গাপুর থেকে
ইহা সেই দ্বীপ উপজেলা
পরিচয় যার ডিজিটাল নিয়ে
অবনতি তার শুরু লোডশেডিং দিয়ে
সারাটা দিন যায় বিদুৎ হীনতায় ।
যেখানে নেই কোন উন্নতি
হচ্ছে আরও অবনতি
ইহারও আবার নাম দিয়েছে
সিঙ্গাপুর সিটি।
বিশ্বে চলছে মহামারি
বিশ্বে চলছে মহামারি
চলছে লকডাউন
না খেয়ে মরছে
সিঙ্গাপুরের লোকজন।
আমি সিঙ্গাপুর নামক তিন লক্ষাধিক মানুষের বসতি থেকে বলছি
যেখানে ভাবা হয়না গণমানুষের কথা
যেখানে রয়েছে আমজনতার হাজার
দুঃখ ব্যথা।
আমি পাহাড়ি দ্বীপ মহেশখালীর জেলেদের একজন
আমি ডিজিটাল উপজেলা মহেশখালীর
পান চাষিদের একজন
আমি মহেশখালী নামক সিঙ্গাপুরের
লবণ চাষিদের একজন
নেতাদের দাবানলে
পুড়ছে জনগণ
স্বার্থের টানে ধ্বংস করে
পান, চিংড়ি, লবণ।
লিখা : ৬ এপ্রিল ২০২০
লিখা : ৬ এপ্রিল ২০২০
কমেন্ট