নিয়মে গতি | কবিতা
নিয়মে গতি | কবিতা
This Poem is Locked by the Author.
If you are the author enter your Access Key
নিয়মে গতি
~ আহমেদ আরমান
কি হবে?
যদি ধরা তার ভেঙে ফেলে সব রীতি!
যদি বদলে ফেলে তার সব গতি!
এ থেকেই বুঝা যায় নিয়ম বড্ড দায়;
নিয়মেই গতি নিয়মেই ক্রটি।
নিয়ম করে যে একবার ডুবেছে তোমাতে প্রেয়সী
সে জানে নিয়ম ভেঙে যাওয়ার কি গতি।
নিয়ম করে যে একবার ভেবেছে তোমাকে তনয়া
সে জানে তোমাকে না ভাবার কি পরিণতি।
#HVMPV
কমেন্ট