আমার কাছে বৃষ্টি মানে | কবিতা
আমার কাছে বৃষ্টি মানে
~ আহমেদ আরমান
আমার কাছে বৃষ্টি মানে
এক কাপ রং চা আর পাশে বসা তুমি।
কল্পতরুর রাজ্যে হারিয়ে গিয়ে
সৃষ্টি করা নতুন রুপকথা।
আমার কাছে বৃষ্টি মানে
বার বার তোমাকে ফিরে পাওয়া।
যে তুমিতে আমি নিজেকে দেখি
মেঘের ভীড় হারিয়ে যাওয়া সূর্যের ন্যায়।
আমার কাছে বৃষ্টি মানে
এক পলকে তোমার দিকে থাকিয়ে থাকা
বিভোর হয়ে হারিয়ে যাওয়া
তোমার দু'নয়নে ।
জানো?
বৃষ্টি হলেই তোমার মতো
আমারও ভিজতে ইচ্ছে হয়।
কিন্তু, অযত্নে কিভাবে পড়ে রয়?
#HVMPV
কমেন্ট