ধাধাঁ - ১ | দেখুন পারেন কিনা?
এক খুনীকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তাকে তিনটি কক্ষের একটি বেছে নিতে হবে। প্রথম কক্ষটিতে দাউদাউ আগুন জ্বলছে। দ্বিতীয়টিতে রয়েছে গুলিভরা বন্দুক হাতে কয়েকজন গুপ্তহত্যাকারী এবং তৃতীয় কক্ষ পরিপূর্ণ তিনবছর ধরে অনাহারে থাকা কয়েকটি সিংহ দ্বারা। এখন কোন কক্ষটি লোকটির জন্য সবচেয়ে নিরাপদ?
উত্তর : তৃতীয় কক্ষ ( কারণ দূর্বল সিংহ কিছু করতে পারবে না )
প্রতি রবিবার নতুন ধাধাঁ পাবেন ।
কমেন্ট