কথার আঘাত | কবিতা
This Poem is Locked by the Author.
If you are the author enter your Access Key
কথার আঘাত
~ আহমেদ আরমান
তুমি কি জানো?
কথার আঘাত পেরিয়ে যায়
তীর ধনুক আর বর্শাকেও।
না ভেবেই তুমি বলো কত কথা
হয়তো ভাব না পরিণতি ;
তোমার কথার আঘাত বিঁধে
হৃদয়ের কত দূর্গতি।
কখনও কি তবে ভাবো না তুমি
আমাকে তোমার আপন?
নাকি তোমার কাছে আপন-পর
স্থায়ী হয় কিয়ৎক্ষণ!
ওহে, করোনা এমন তুমি
হৃদয় যাবে ক্ষয়ে;
যদি কবু চায় আপন করিতে
এসো দখিনা সমীর হয়ে।
#HVMPV
250623
কমেন্ট