পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস
"পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস কি জানেন?
হয়তো কেউ কেউ বলবেন হীরা।
কিন্তু না,
পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসটার নাম হলো মায়া;
যা কাটাতে গিয়ে কখনও কখনও এক জীবনও কম হয়ে যায়।
হীরা দিয়ে সহজেই হীরা কাটা যায় কিন্তু মায়া কাটানো যায় না। "
- আহমদ আরমান
কমেন্ট