নিশার স্বপন
~ আহমেদ আরমান
ভেবে!
কে, কবে, কোথায় পড়েছিল ?
বলো ওগো প্রিয়তমা।
ভাবতে ভাবতে কোন বাদশার রাজত্ব বেড়েছিল
বলো তুমি আমায়,
ভেবে যা হয় তা সুনির্দিষ্ট কর্ম ছাড়া কিছুই নয়।
আমি ভেবে পড়িনি তব মায়ায়
পড়েছি যব দেখেছি আমি নিশার স্বপনে তোমায়।
ওগো তুমি ভাবিয়ো না, হেন মোর দোষ
যতবার মনে পড়ো তুমি থাকে না মোর হুঁশ।
ভাবিনি কখনও আমি
এক মানবী এভাবে এসে হয়ে যাবে আমার তুমি।
সেই তুমিতে নিজেকে হারিয়ে জমবে দুঃখের স্তুপ।
ওহে,তুমি হয়তো জানো না
হয়তো তুমি জানবেও না
চৌম্বকীয় পাথর যেভাবে ইস্পাতকে টানে কাছে
তব আঁখিতে আঁখি রাখলেই যেন আমার নয়ন বাঁচে।
বলিনি তোমাকে কবু,
হয়তো কখনও হবে না বলা
যবে ভাবি তব বিচ্ছেদের কথা
সহস্রবার ক্ষতবিক্ষত হয় এই হৃদয়
দিবস-রজনীতে।
ওহে, তুমি হয়তো জানবেও না
কোন এক শীতে মাঘের সন্নাসী হয়ে
হয়তো হারিয়ে যাব আমি
নয়তো চিরদিনের মতো করে কুড়িয়ে নেব তোমায়।
লিখা : ১৫ আগষ্ট, ২০২৫
ডাস্টি স্ট্রিট, বহদ্দারহাট, ইসলামাবাদ
কমেন্ট