ধাধাঁ
এক লোক সম্পূর্ণ কালো পোশাক পরেছে। কালো জুতো, মোজা, টাউজার্স, কোট, গ্লাভস এবং সিল্ক মাস্ক। সে বাতি নেভানো একটি কালো রাস্তা দিয়ে হাঁটছে। তার দিকে একটি কালো গাড়ি ছুটে এল। গাড়িটির হেড লাইট নেভানো। কিন্তু একেবারে শেষ মুহূর্তে দুর্ঘটনাটা ঘটল না। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলল। ড্রাইভার কী করে কালো পোশাক পরা লোকটিতে দেখতে পেল?
Answer : দিনের সূর্য ছিল
কমেন্ট