আমি তোমাকে খুঁজি কবিতা
আমি তোমাকে খুঁজি
- আহমেদ আরমান
কখনও কি হয়েছে দেখা ভোরের কুয়াশা?
হিম শীতল, সুবহে সাদিকে বয়ে যাওয়া সমীর
যার স্পর্শ বয়ে আনে কোমলতার ছোয়া
সেই কুয়াশার আড়ালে আমি তোমাকে খুঁজি।
ভোরের সবুজ ঘাস, ফুটন্ত সূর্য,
বৃষ্টির ন্যায় ঝরে পড়া কুয়াশার ফোঁটারা সাক্ষী
শীতের কুয়াশার পানে তাকিয়ে
আমি তোমাকে খুঁজি।
সর্পিলাকার যান এ বসে তোমাকে খুব মনে পড়ে;
যখন আমি এই নগর ছেড়ে যায়
হৃদয় আমার দেহ ছেড়ে যায়
যখন আমি তোমাকে ভাবি
মস্তিষ্ক আমার থমকে দাঁড়ায়।
ক্লান্ত শরীর, বিষণ্ণ মন নিয়ে
বার বার তোমাকে মনে করি
এই দীর্ঘ যাত্রার জনাকীর্ণ যাত্রীদের ভীড়ে
আমি তোমাকে খুঁজি।
কি নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর তোমার মন
আমাকে কি তোমার পড়েনা মনে?
হোক না সেটা কিয়ৎক্ষণ;
জানি আমি জানি।
নয়নে নয়নে তুমি
যে অমৃত করিয়েছো মোরে পান
কখনও হয়তো ফুরাবে না
সেই শরাবের মোহ আর ঘ্রাণ
জানি না আমার প্রভু,
কী দিয়ে করেছে সৃষ্টি তোমার অক্ষিগোলকদ্বয়
আঁখি সেখানে রাখলেই যেন ফিরিবার নয়
বার বার আমি ফিরতে গিয়েও থমকে গিয়েছি সেখানে।
#OCTWC
২১.১২.২০২৫
কমেন্ট