আমাদের একজন কিংবদন্তি ছিল ✍🏻 আহমেদ আরমান আমাদের একজন কিংবদন্তি ছিল তাঁর বজ্র কণ্ঠে শত্রুরা কেঁপে উঠতো যার শক্তি ছ...
আমাদের একজন কিংবদন্তি ছিল
✍🏻 আহমেদ আরমান
আমাদের একজন কিংবদন্তি ছিল
তাঁর বজ্র কণ্ঠে শত্রুরা কেঁপে উঠতো
যার শক্তি ছিল ইনসাফ ;
আমাদের একজন কিংবদন্তি ছিল
তাঁর পদদলিত প্রতিটি গলিতে আজ
ধ্বনিত হয় বিপ্লবের বাণী;
আমাদের একজন কিংবদন্তী ছিল
যিনি তাঁর শত্রুর সাথেও চেয়েছিলেন
শত্রুতা ভুলে মিত্রতা ;
আমাদের একজন কিংবদন্তি ছিল
তাঁর প্রতিটি হাসি আজ গণমানুষের
এক অনিঃশেষ ট্রাজেডি ;
আমাদের একজন কিংবদন্তি ছিল
যাঁর মৃদুমধুর হাসিতে ছিল প্রতিবাদের ঝলক,
তিনি বজ্র কন্ঠে গর্জেছিলেন এই বাংলায়;
পথহারা পথিকের তিনি সারথি ছিলেন
নমনীয়তায় যাঁর ছিল না কোন কমতি।
তনুতে থাকা তাঁহার প্রতিটি রক্তকণা
যেন ঘাতকদের দিকে জ্বলে ধনুক হয়ে;
তাই ত আজ বাঁচতে দেয়নি,
বাঁচতে দেয়নি হায়নাদের বুলেট
বিদ্ধ করেছে মগজে ;
আমাদের একজন কিংবদন্তি ছিল
তিনি ছিলেন শাহনামা’র অপরাজিত রুস্তম
ন্যায় ইনসাফের সমরাঙ্গনে চিনেনি তাঁকে
তাই ত সোহরাব হয়ে
ভীরুর বেশে, কাপুরুষের মতো ছুঁড়েছে বুলেট
অস্ত্রহীন বীরের শির এ;
চালিয়েছে গুলি বিঁধেছে সারা বাংলায়।
নগর দেয়াল পেরিয়ে গ্রাম হতে গ্রামান্তরে
দুঃখিনী মায়ের অশ্রু ঝরে,
আমার ভাইয়ের অশ্রু গড়ায়
তাই ত এখন মুখে মুখে জাগে
ইনকিলাবের হাদিরা ;
এসেছিলেন তিনি মুখে নিয়ে ইনকিলাবের বাণী
হয়েছিলেন আজাদীর অগ্রদূত ;
অন্ধের দেশে করেছিলেন তিনি
প্রসারিত তাঁর হাতখানি।
এদেশের বুকে যতদিন রবে মুক্ত বাতাসের ধ্বনি
মলিন হবে না কখনও হাদিদের মুখখানি।
কমেন্ট